বাউফলে সতর্কীয় সংকেত: ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলায় প্রস্তুতি

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :
উপক’লীয় দক্ষিণাঞ্চলে এলাকায় চলমান ঘূর্ণিঝড়‘তিতলি’ মোকাবেলা প্রস্তুতি নিয়েছে বাউফল উপজেলা প্রশসন। ইউএনও বাউফল ফেইস বুকে মাধ্যমে জানান, ঘূর্ণিঝড়" তিতলি" প্রবল শক্তি সঞ্চয় করে উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সকল সমুদ্র বন্দরকে ৪ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রত্যেক ইউ পি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে । সকল সাইক্লোন শেল্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানের চাবি প্রস্তুত রাখতে হবে । মসজিদের মাইক ব্যাবহার করে এবং পরিস্থিতি বুঝে যেকোনভাবে সবাইকে সতর্ক রাখতে হবে । শুকনা খাবার এবং জরুরী ব্যাবহার্য কাপড় চোপড় প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হ'ল ।

এ দিকে খোজ নিয়ে জানাগেছে, বাউফল উপজেলার তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর কুলবর্তী এলাকা চন্দ্রদ্বীপ, কালাইয়া, ধুলিয়া, কালিশুরী কাছিপাড়া, কনকয়িা এবং বগা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম। রয়েছে চন্দ্রদ্বীপ, বাসুদেবপাশা এবং চর আমরখালী। দুযোর্গকালীন সময় ওই সব এলাকা বেশি ঝুকিপূর্ণ। দেখাগেছে, নদী ও খালের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি হচ্ছে। গত দুইদিন ধরে এলাকায় হালকা বাতাশ সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের প্রকোপ  শিশুর ডায়রিয়া সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দুইদিন ধরে এলাকা মানুষ গৃহমুখি। হাটবাজার রাস্তাঘাট জনশূন্য বলা চলে। গত দুইদিনের বৃষ্টি কৃষির জন্য উপকার হলে ও মাত্রাতিরিক্ত বৃষ্টিতে ফসলের  ক্ষতির আশংকা করেছে অধিকাংশ কৃষক।